পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি হয় বাংলাদেশে। লোকে বলে বৃষ্টির কোন রঙ নেই।
ফটোগ্রাফাররা বলে বৃষ্টির রঙ অনেক। বৃষ্টি, বর্ষা, মেঘ, কাদাজলে একাকার প্রকৃতিকে তুলে নিন আপনার ক্যামেরায়।
আপলোড করুন বাংলাদেশের ছবি (https://web.facebook.com/groups/kaaktadua.photography) গ্রুপে।
প্রতিদিনের সেরা ফটোগ্রাফি নির্বাচন করা হবে।
সেরা ফটোগ্রাফার ১০০টাকা সমমূল্যের মোবাইল ক্রেডিট পাবেন। সেরা ছবিগুলো বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে (প্রিন্ট ভার্সনে) প্রকাশিত হবে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনের নিয়ম:
১. সারা বাংলাদেশের যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথমে গ্রুপে জয়েন করুন এবং আপনার তোলা ছবিটি ক্যাপশনসহ আপলোড করুন।
ছবির সাথে আপনার পুরো নাম, কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও যোগাযোগের ঠিকানা পাঠাতে ভুলবেন না।
২. একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবে। ছবির মিনিমাম সাইজ 200kb হলে ভাল হয়।
মনে রাখবেন স্পষ্ট ও সুন্দর ছবি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। ছবি মোবাইলে, ক্যামেরায় বা যেকোন মাধ্যমে তুলতে পারেন।
মূল ছবিটি অবশ্যই রেখে দিবেন। কারণ “সেরা ছবি” নির্বাচিত হলে মূল ছবিটির প্রয়োজন লাগতে পারে।
ছবি আপলোড করুন: ২১ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ থেকে ৩০ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ পর্যন্ত (৫ জুলাই ২০১৭ থেকে ১৪ জুলাই ২০১৭)
বিস্তারিত জানার জন্য:
মো: নজরুল ইসলাম
স্থিরচিত্র বিষয়ক সম্পাদক
কাকতাড়ুয়া
ফোন: ০১৭২৫১৭২৯০৫,
অরন্য ধ্রুব
সহ স্থিরচিত্র বিষয়ক সম্পাদক
কাকতাড়ুয়া
ফোন:০১৬২১১০২৬৬৯