বিএনপির মন খারাপের দিন দীর্ঘতর হচ্ছে : এ বছরই উৎপাদনে যাচ্ছে বায়ুবিদ্যুৎ প্রকল্প

0

অর্থনীতি ডেস্ক:

পদ্মা সেতু নির্মাণের পর থেকেই বিএনপির মন খারাপ। কোনো কিছু আর ভালো লাগছে না তাদের। এরই মধ্যে জানা গেছে, কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলসহ দেশের অনেকগুলো মেগা প্রকল্প এ বছরই চালু হচ্ছে। তাতে বিএনপির মন খারাপ বাড়ছে। এবার দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প নিয়ে একটি সুসংবাদ এলো।

দেশের সবচেয়ে বড় ও প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজার জেলার খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডী ও ভারুয়াখালী ইউনিয়নে। ২২টি উইন্ড টারবাইন বসবে সেখানে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মাণাধাীন ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রকল্পটি সম্পন্ন হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ প্রকল্প।

বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইনগুলোর দৈত্যাকার পাখাসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতির প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আজ। এই বিদ্যুৎকেন্দ্রের একেকটি উইন্ড টারবাইনের উচ্চতা প্রায় ৫০০ ফুট। আর তাতে বসবে যেসব পাখা, তার একেকটির দৈর্ঘ্য ২০০ ফুটেরও বেশি। ২২টি উইন্ড টারবাইনের প্রতিটিতে ৩টি করে পাখা থাকবে।

চুক্তি অনুযায়ী চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার কথা। অতএব, বিএনপির মন আর ভালো হচ্ছে না, অন্তত এই বছরে তো নয়ই।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।