কাল বিসিবির কনসার্টে গাইবেন এ আর রহমান, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

0

শিল্প সাহিত্য সংস্কৃতি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জমকালো এক কনসার্ট অনুষ্ঠিত হবে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই কনসার্টে গাইবেন ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। গান-বাজনার এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।

কনসার্টের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।

কনসার্ট সামনে রেখে গতকাল রোববার ঢাকায় পা রেখেছেন এ আর রহমান। আজ রিহার্সাল হওয়ার কথা রয়েছে।

এই অনুষ্ঠান সামনে রেখে তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করছে বিসিবি। মঞ্চের একবারে কাছাকাছি থেকে কনসার্ট দেখতে লাগবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট, যার দাম ১০ হাজার টাকা।

এছাড়া মাঠের আরেক ধাপের গোল্ড ক্যাটাগরিতে লাগবে ৫ হাজার টাকা, আর ক্লাব হাউজে ব্রোঞ্জ ক্যাটাগরির দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে মিলছে এই টিকিট।

এ আর রহমানের সঙ্গে কনসার্টে গাইবেন বাংলাদেশের তারকা মমতাজ ও ব্যান্ড দল মাইলস। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দর্শক প্রবেশের জন্য বিকেল ৩টায় স্টেডিয়ামের গেট খোলা হবে এবং সাড়ে ৫টায় বন্ধ করা হবে।

বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট-২০২২-এ টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। শ্রীলংকাকে ৯৭ রানে হারায় স্বাগতিকরা।

এই জয়ে ফাইনালের পথ সুগম করল ফয়সাল খান সুমিতের দল। দিনের আরেক ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭১ রান করেন জাভেদ ভূঁইয়া। ৩৫ বলের ইনিংসে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কা মারেন এ ব্যাটসম্যান।

অধিনায়ক ফয়সাল খান সুমিত ৩১ ও এস এম শাহরিয়ার ২৩ রান করেন। শ্রীলংকার দুলান প্রিয়াশান্তা ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। সঞ্জীবা আরাগুয়া ২৭ রানে ২ উইকেট নেন।

১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৪ রানে থামে শ্রীলংকার ইনিংস। থারিন্দু থিওয়ানকা সর্বোচ্চ ২০ রান করেন। বাংলাদেশের সাজ্জাদ ও দ্রুপম ৩টি করে উইকেট নিয়েছেন।

৭১ রানের ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা হয়েছেন জাভেদ ভূঁইয়া।

বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তার আগে আগামীকাল মঙ্গলবার একমাত্র ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলংকা।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।