ভোলা প্রতিনিধি:
ভোলা পৌর এলাকার ১নং ওয়ার্ডের প্রায় শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দির থেকে চুরি হওয়া পিতলের ৬টি রাধা কৃষ্ণের বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
একইসঙ্গে চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭শে মার্চ) দুপুরে ভোলা থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ২১শে মার্চ দিবাগত রাতে ওই মন্দিরে চুরি হয়। এ ঘটনায় মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে একটি মামলা করেন।
ঘটনার ৫ দিন পর শনিবার ভোলা ডোম পট্টি এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত মো. সুমন (২৮), মো. নয়ন (২১) ও নুর আলমকে (২০) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যমতে মাটির নিচে ও পানির ট্যাংকের ভেতর থেকে ছোটবড় বিভিন্ন সাইজের ১০টি পিতলের মূর্তি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো স্ত্রীর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো স্ত্রীর। রবিবার (২৬শে মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদীখানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জিয়াসমিন আক্তার জেসি (২১)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্বামী গালিব তার স্ত্রী জেসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন।
সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় জেসির ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্ত্রী। আহত স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।