চাকরি ও ঘর দেওয়ার নামে ইউএনও সেজে ৪ লাখ টাকা লোপাট!

0

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় চাকরি ও ঘর দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জরিনা বেগম (২৮) নামে এক ভুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) গ্রেপ্তার করেছে গাবতলী থানা পুলিশ।

জরিনা বেগম উপজেলার তেরপাখী গ্রামের রাজমিস্ত্রি বকুল হোসেনের স্ত্রী।

সোমবার (২১শে মার্চ) গাবতলী উপজেলার তেরপাখী গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয় বলে গাবতলী থানা পুলিশ জানিয়েছে।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জরিনা বেগম নিজেকে ইউএনও দীপ্তি রানী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

সম্প্রতি, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ব্যবসায়ী বিপ্লব দাসের স্ত্রী বীণা রানীর কাছে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাস্টার রোলে অফিস সহকারী পদে নিয়োগ পাওয়ার জন্য ১ লাখ টাকা দিতে বলেন জরিনা বেগম।

দীপ্তি রানী পরিচয় দিয়ে ফোনে বীণা রানীকে জানান, জরিনা বেগম নামে তার এক বিশ্বস্ত কর্মচারী টাকা নিতে আসবে।

এর আগে, গত বছর ৩ মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কথা বলে টাকার জন্য বীণা রানীর কাছে গেলে জরিনা বেগমকে ৪০ হাজার টাকা এবং ১ মাস পর আরও ৬০ হাজার টাকা দেন ভুক্তভোগী বীণা।

স্থানীয়রা জানান, পর্দানশীন হয়ে, হিজাব ও বোরকা পরে থাকায় লোকজন সহজেই তাকে বিশ্বাস করে। আর সেই সুযোগে প্রতারণা করেন জরিনা বেগম।

ওসি জানান, জরিনা বেগমের আচরণে সন্দেহ হওয়ায় বীণা রানী নিজেই গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জানতে পারেন দীপ্তি রানী নামে কোনো কর্মকর্তা সেখানে নেই।

পুলিশ সূত্রে জানা যায়, জরিনা বেগম গত বছরের ২১ নভেম্বর থেকে এ বছরের ২০শে জানুয়ারি পর্যন্ত একইভাবে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তেরপাখী গ্রামের আসমা খাতুনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা, ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে একই গ্রামের গোলাপী বেগমের কাছে থেকে ১ লাখ ২৪ হাজার টাকা,

পিয়ারা বেগমের থেকে ৪০ হাজার টাকা, পান্না বেগমের থেকে ৫ হাজার টাকা, মোমেনা বেওয়ার থেকে ৫ হাজার টাকা, নিশ্চিন্তপুর গ্রামের আশা রানীর থেকে ১৭ হাজার টাকা ও সুরাতের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

ওসি সিরাজুল ইসলাম জানান, ভুক্তভোগী বীণা রানীর স্বামী বিপ্লব দাসের করা মামলায় জরিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।