নিখোঁজ মাদ্রাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৬ দিন পর এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০শে মার্চ) সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় নির্মাণাধীন রেললাইনের পাশের জমি থেকে মো. রাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৫ই মার্চ লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে হেফজ বিভাগের ছাত্র রাকিব নিখোঁজ হয়।

রাকিবের মামী মদিনা বেগম জানান, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ির কাছের মাদ্রাসায় পড়াশোনা করতো।

১৫ই মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ভাই মাদ্রাসায় নেই।

খবর পেয়ে রাকিবের অভিভাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

এসময় সময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সম্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন।

রাকিবের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শ্রীনগর থানায় এসে ঐদিন রাতেই সাধারণ ডায়েরি করেন। কিন্তু তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

রোববার সকালে কেয়টখালী এলাকায় অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। পরে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মাদ্রাসায় বলাৎকার সংক্রান্ত কোনো ঘটনায় রাকিবকে হত্যা করা হয়েছে। সুযোগ বুঝে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে।

রাকিব হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব দ্বিতীয়।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক আপন মজুমদার জানান, মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবী দেখে রাকিবের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন আহত

চুয়াডাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, চালকের সহকারী ও যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২০শে মার্চ) দুপুরে শহরের উপকণ্ঠ হায়দারপুর তাল বাগান ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন চালক সুধীর সাহা (৬০), চালকের সহকারী মামুন (২৫) এবং যাত্রী ফরিদুল ইসলাম (৫০), আপেল (২৫) ও শান্তনু (২৭)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন জনান, ঢাকা থেকে ছেড়ে রয়েল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গার হায়দারপুর তালবাগান ব্রিজের কাছে পৌঁছালে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক, চালকের সহকারী ও তিন যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন।

আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।