আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বাণিজ্য বিভাগের প্রধান ভ্যালডিস ডোমব্রোস্কিস।
মঙ্গলবার (১৫ই মার্চ) ব্রাসেলসে ইইউ’র অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ডোমব্রোভস্কিস আরো বলেন, তবে ঠিক এই মুহূর্তে সঠিকভাবে সম্ভাব্য ক্ষতি নিরূপণ করা ‘অসম্ভব’।
তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কারণে উচ্চ মূল্যস্ফীতি হবে, জ্বালানি ও খাদ্যের দামের ওপর চাপ বাড়বে, বাজারে অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে।
তিনি বলেন, ইইউ’র অর্থমন্ত্রীরা ফেরত অযোগ্য অনুদান এবং ঋণসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলিকে সহায়তা করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
তবে ডোমব্রোভস্কিস জোর দিয়ে বলেছেন, ইইউ’র অর্থনীতির মৌলিক বিষয়গুলি অত্যন্ত মজবুত এবং এই ইউনিয়ন আসন্ন সংকটকে প্রতিহত করতে পারবে।
তিনি দাবি করেন, সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইইউ’র কাছে পর্যাপ্ত উপাদান রয়েছে।
তিনি এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের করোনা মহামারির সময়কার আর্থিক নমনীয়তার প্রতি ইঙ্গিত করেন।
উল্লেখ্য, ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল না করায় রাশিয়া গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পশ্চিমা নেতারা দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। কিন্তু এবার খোদ ইইউ স্বীকার করে নিল, এর ফলে তাদের নিজেদেরও মারাত্মক ক্ষতি হবে।
আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছে ৬ মিটার
নতুন একটি ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানোর ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ৬ মিটার বেড়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার (১৫ই মার্চ) নতুন এই রেডিও অ্যান্টেনাটি আইফেল টাওয়ারের ওপর স্থাপন করা হয়।
১৯ শতকে গুস্তাভ আইফেল এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এর উচ্চতা ৩৩০ মিটার। এই টাওয়ারটি নির্মাণের আগে পৃথিবীতে সর্বোচ্চ স্থাপনা ছিল ওয়াশিংটন মনুমেন্ট।
১৯২৯ সালে নিউ ইয়র্ক সিটিতে ক্রাইসলার ভবন নির্মাণের পর নিজের রেকর্ড হারায় আইফেল টাওয়ার।
উল্লেখ্য, আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এটি ১০০ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে। পুরনো অ্যান্টেনা সরিয়ে নতুন অ্যান্টেনা বসানোয় এর চূড়ার উচ্চতা বহুবার পরিবর্তিত হয়েছে।