যুদ্ধে গেছেন মিস ইউক্রেন- তথ্যটি ভুয়া

0

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ড আনাস্তাসিয়া লেনার দুটি ছবি শেয়ার করে দাবি করা হয়, রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ করা হয়।

নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে গত ২৭শে ফেব্রুয়ারি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।

তবে এরপর প্রকাশ পায়, খবরটি সত্য নয়। বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন এই ইউক্রেন সুন্দরী।

গত ২৮শে ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বিষয়টি খোলসা করে একটি পোস্ট দেন তিনি। আনাস্তাসিয়া জানিয়েছেন, তাকে নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। তিনি ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেননি।

বিভ্রান্তির শুরু যেভাবে

আনাস্তাসিয়া লেনা ইনস্টাগ্রামে গত ২২শে ফেব্রুয়ারি অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখেন- স্ট্যান্ড উইথ ইউক্রেন ও হ্যান্ডস অফ ইউক্রেন।

সামরিক পোশাকে অস্ত্র হাতে আরও ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। এ ছাড়া রাস্তায় অবস্থান নেয়া ইউক্রেন সেনাদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আগ্রাসন চালাতে যারাই ইউক্রেন সীমান্ত অতিক্রম করবে, তাদের কপালে রয়েছে গুলি।’

আরেকটি পোস্টে তিনি সেনাদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির ছবি শেয়ার করে লেখেন, ‘সত্যিকারের একজন সাহসী নেতা।’

মূলত এখান থেকেই বিভ্রান্তির শুরু। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম সাবেক মিস ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ নামার ছবি দাবি করে প্রতিবেদন প্রকাশ করে।

ভ্রান্তি খণ্ডন

তাকে নিয়ে সংবাদ ছড়িয়ে পড়লে এটি সত্য নয় বলে জানান সাবেক সুন্দরী আনাস্তাসিয়া লেনা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি একজন সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর সদস্য নই।’

তিনি আরও লিখেছেন, ‘এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে (আগের পোস্ট করা ছবি নিয়ে), তা নিয়ে আমি কথা বলতে চাই। আমি সামরিক সদস্য নই। আমি একজন নারী, শুধু সাধারণ মানুষ। ইউক্রেনের অন্য নাগরিকদের মতো আমিও একজন সাধারণ নাগরিক।’

ভাইরাল এই ছবিটি মূলত ‘এয়ারসফট’ নামের এক গেম খেলার সময় তোলা হয়েছিল, খেলাটি তিনি প্রায়ই খেলেন বলে জানিয়েছেন সাবেক এই সুন্দরী।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব ছবি ইউক্রেনের মানুষকে অনুপ্রাণিত করার জন্য পোস্ট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বলেছেন, ‘২৪শে ফেব্রুয়ারি রুশ হামলার আগে আর সবার মতো আমিও সাধারণ জীবনযাপন করছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কোনো উদ্দেশ্য নিয়ে ছবিটি পোস্ট করিনি। আমি শুধু বলতে চেয়েছিলাম, ইউক্রেনের নারীরা শক্তিশালী ও আত্মপ্রত্যয়ী।’

ইউক্রেনের প্রতি যারা সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে লেনা বলেছেন, ‘ইউক্রেনের সব মানুষ প্রতিদিন রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। আমরা জিতবই।

‘২৪শে ফেব্রুয়ারি রুশ বাহিনী আমাদের মাটিতে পা রেখে বেসামরিক মানুষ, নারী ও শিশুদের হত্যা শুরু করে। ইউক্রেনের জনগণের কোনো অপরাধ নেই। আমাদের কারও কোনো দোষ নেই। আমরা আমাদের মাটিতেই আছি।’

যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধ করুন। মানুষ মারা উচিত নয়। আমরা সবাই মিলে এই যুদ্ধ বন্ধ করতে পারি। পরিস্থিতি সম্পর্কে তথ্য শেয়ার করুন। ন্যাটোকে আকাশপথ বন্ধ করতে বলুন। রুশ আগ্রাসন বন্ধ করতে ইউক্রেনীয় জনগণকে সাহায্য করুন।’

আনাস্তাসিয়া লেনার পরিচিতি গোটা ইউক্রেনজুড়ে। সৌন্দর্যের ঝলকে ২০১৫ সালে জয় করে নেন দেশসেরা সুন্দরীর মুকুট। এরপর ইউক্রেনের হয়ে অংশ নেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায়।

ইনস্টাগ্রামে আনাস্তাসিয়ার ফলোয়ার ৭৫ হাজার।

একসময় তুরস্কে মডেলিংয়ের পাশাপাশি জনসংযোগ ব্যবস্থাপক পদে কাজ করেছেন আনাস্তাসিয়া। ৫টি ভাষায় রীতিমতো দক্ষ এই তরুণী অনুবাদের কাজও করেন।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।