অনলাইন ডেস্ক:
ভারতের পশ্চিম বঙ্গের এক বাদাম বিক্রেতার গান মুঠোফোনে ধারণ করার পর সেটি খ্যাতি পায় বাংলাদেশে এসে। অতঃপর বাংলাদেশি কারিগরদের কল্যানে তাতে নানাবিধ সঙ্গীতায়োজনের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায়। আর সেই নতুন সংস্করণ পুনরায় ভারতের মাটিতে রীতিমত হিট!
এই হলো সেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর-এর ‘কাঁচা বাদাম’ গানটির শুরু। এরপর এ নিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, টিভি শো-তে কম হইচই হয়নি। এমনকি ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’-তে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে হোস্ট সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে অংশ নেন ভুবন।
ভুবনের কণ্ঠের সেই ‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম…’ গানটির সাথে মজেছেন বড় বড় সেলিব্রেটিরাও। বিভিন্ন জায়গা থেকে তার কাছে গান গাওয়ার আমন্ত্রণ আসছে। ভিডিও বানাচ্ছেন ইউটিউবার আর টিকটকাররা। মাত্র অল্প ক’দিনেই তারকাখ্যাতি পেয়ে গেছেন তিনি।
এমনকি তার টাকার গন্ধ পেয়ে অপহরণকারীরা তুলে নিয়ে যেতে পারে শঙ্কায় তিনি হেলমেট পরে ছদ্মবেশ নিয়ে থানাতেও হাজির হয়েছেন নিরাপত্তার জন্য।
সেই ভুবন বাদ্যকর হাতে কিছু কাঁচা টাকা আসায় কিনে ফেললেন গাড়ি। তবে নতুন গাড়ি নয়, অল্প ব্যবহৃত একটি গাড়ি কিনলেন। নিজের কেনা সেই সেকেন্ডহ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ভুবন।
বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, ভুবনের আঘাত খুব বেশি গুরুতর নয়।
জানা যায়, কিছুদিন আগেই একটি সেকেন্ডহ্যান্ড চার চাকার গাড়ি কিনেছিলেন। তার সেই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। গাড়ি চালাতে গিয়ে হঠাৎ একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভুবনের বুকে ও মুখে আঘাত লাগে। তার বুকের এক্স-রে করানো হয়েছে।
প্রসঙ্গত, ভুবন বাদ্যকর পেশায় বাদাম বিক্রেতা। ভাজা বাদাম নয়, শুধু কাঁচা বাদাম বিক্রি করেন। কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি।
এই গানে যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর সুর সংযোজন করে তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।