সময় এখন ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্র’মণ ঠেকাতে রাজধানীর ঢাকার প্রধান প্রধান সড়কে ১৭টি গাড়ির মাধ্যমে জীবাণুনা’শক মেশানো পানি দিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এরমধ্যে ৮টি ওয়াটার বাউজার দিয়ে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে জীবাণুনা’শক দিচ্ছে ডিএসসসিসি।
ডিএসসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ঢাকা দক্ষিণের আওতাধীন প্রধান প্রধান সড়ক থেকে অলি-গলি সর্বত্র জীবাণুনা’শক মিশ্রিত পানি ছিটিয়ে ধুয়ে দেয়া হচ্ছে। প্রতিদিন সাড়ে ৩ লাখ লিটার জীবাণুনা’শক পানি ছেটানো হচ্ছে। ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাতে ৮টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। গত ১৪ মার্চ থেকে নিয়মিত এসব গাড়ির মাধ্যমে পানি ও জীবাণুনা’শক ছিটানো হচ্ছে।
এছাড়া ডিএসসিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেও জীবাণুনা’শক ছিটানো হচ্ছে। জনবহুল এলাকায় মশক নিধ’নকর্মীর মাধ্যমে স্প্রে করা হচ্ছে। জীবাণুনা’শক ছিটানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের মনিটরিংও করা হচ্ছে।
অন্যদিকে করোনা ভাইরাস সংক্র’মণ রো’ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ব্লিচিং মিশ্রিত পানি-জীবাণুনা’শক ৯টি গাড়ির মাধ্যমে নিয়মিত ছিটানোর কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধ’নকর্মীগণ হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের মাধ্যমে তরল জীবাণুনা’শক স্প্রে করা হচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, তাদের প্রতি গাড়িতে ১০ হাজার লিটার পানি, ৭৫ কেজি ব্লিচিং রয়েছে এবং প্রতিটি গাড়ি দেড় লাখ বর্গফুট এলাকা জীবাণুনা’শক ছিটাতে পারে।
হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা বাবু
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
বৃহস্পতিবার রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় ১০০ জন রিক্সাচালক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এছাড়াও সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নিত্যপণ্য পৌঁছে দেন এ যুবলীগ নেতা।
এ সময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আর্ত-মানবতায় পাশে দাঁড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামা’রী করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছি আমরা। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ছুটি থাকায় আমাদের সমাজে যারা রিক্সা-ভ্যানচালক, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা সূত্রাপুর থানার ৩০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। ঢাকা শহরের যে কোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রী তাদের ঠিকানায় পৌঁছে দেব। মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।
গাজী সারোয়ার হোসেন বাবু জানান, বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজসহ শুকনো খাবার। আর করোনা ভাইরাস প্রতিরো’ধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান।