সময় এখন ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ৩ মাসের বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্বে আজ করোনার মহামা’রি চলছে। তেমনি এক অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দু’র্বিষহ জীবনযাপন করছে। আমরা ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে ২১ মার্চ এক বিবৃতিতে বলেছিলাম, বাড়িভাড়া মওকুফের জন্য।
তিনি বলেন, ইতিমধ্যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রামের মেয়র নাছির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, এমনকি দেশের খ্যাতিমান অনেক ব্যক্তি ও বাড়িওয়ালা বলেছেন ভাড়া নেবেন না। আমরা তাদের স্বাগত জানাই।
বাহার আরও বলেন, করোনার কারণে লকডাউন (সাধারণ ছুটি) হওয়ায় তারা কোনো কাজকর্ম করতে পারছে না, বাইরে বের হতে পারছে না। এ অবস্থায় জনশূন্যতার কারণে রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থ’বির হয়ে পড়েছে। যে শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনা ভাইরাসের আত’ঙ্ক, অন্যদিকে অর্থের অভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দিতে এপ্রিল, মে, জুন এই ৩ মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নির্বাহী আদেশ জারির দাবি জানান তিনি।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের বিস্তার রো’ধে প্রথম দফায় ২৬ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ৯ এপ্রিল তথা শুক্র ও শনিবার মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।
‘ঘর থেকে বের হবেন না, বাড়িতে খাবার পৌঁছে দেয়া হবে’
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জয়পুরহাটে এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রা’ন্ত না হলেও আমাদের আরও সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।
অ’সহায় ও দরিদ্রদের জন্য সরকার জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছে। তবুও এমন অনেক শ্রেণি-পেশার মানুষ আছেন যারা খাবার চাইতে পারছেন না। তাদের খবর জেলা প্রশাসনকে দিলে তথ্য গোপন করে আমাদের লোক গিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসের প্রা’দুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুসারে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক গৃহীত উদ্যোগ তুলে ধরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।