জাল পাসপোর্টের কারনে এখনও জেলে ব্রাজিলিয়ান সুপারস্টার

0

স্পোর্টস ডেস্ক:

তার মত এক ফুটবলারের কাছ থেকে এমন কাণ্ড কখনো ঘটবে, তা যেন কেউ ভাবতেই পারছেন না। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো জাল পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন প্যারাগুয়েতে। কিন্তু পার পেলেন না। জাল পাসপোর্টের কারণে গ্রেপ্তার হলেন তিনি। দেশটির রাজধানী আসুনসিয়ন থেকে গ্রেপ্তার করা হয় রোনালদিনহো এবং তার ভাইকে।

বুধবার গ্রেপ্তার হওয়ার পর শনিবার তাকে আদালতে তোলা হয়। কিন্তু প্যারাগুয়ে আদালত তার জামিন না-মঞ্জুর করে পূনরায় জেলে প্রেরণ করেন।

জাল পাসপোর্ট নিয়ে অ’বৈধভাবে প্রবেশ করার কারণে বুধবার রাতে হোটেল রুম থেকে রোনালদিনহো, তার ভাই এবং বিজনেস ম্যানেজার রবার্তো অ্যাসিসকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার পর্যন্ত পুলিশ কাস্টডিতে পাঠানোর পর শনিবার তাদেরকে আদালতে তোলা হয়।

৩৯ বছরের রোনালদিনহো ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন। বুধবার রাতে হোটেলের রুমে পুলিশ তল্লাশি চালানোর সময় ফুটবল তারকার কাছ থেকে জাল পাসপোর্টসহ অন্যান্য ভুয়া কাগজপত্র পাওয়া গেছে। প্যারাগুয়ের অভ্যন্তরীণ মন্ত্রী ইউক্লিডিস জানিয়েছেন, রোনালদিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল। এটা অপরাধ। এই কারণেই ওকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও তার নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা। পাসপোর্ট এবং মোবাইল ফোন জ’ব্দ করা হয়। প্যারাগুয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাসিনোর মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে প্যারাগুয়ে যান রোনালদিনহো।

শনিবার আদালতে তোলার পর রোনালদিনহো, তার ভাই এবং অন্যজনের জামিন চাওয়া হয়। কিন্তু আদালতের বিচারক ক্লারা রুইজ দিয়াজ তাদের জামিন না-মঞ্জুর করেন। তিনি বলেন, প্যারাগুয়ে রাষ্ট্রের জন্য এটা মা’রাত্মক অপরাধ। এ কারণে জামিন দেয়া যাবে না।

তবে এই প্রথম নয়, এর আগেও পুলিশের হাতে অপরাধমূলক কাজের জন্য ধরা পড়েছেন রোনালদিনহো। ২০১৮ সালে ব্রাজিল সরকারের অনুমতি ছাড়াই সাবেক ফিশিং ট্র্যাপ তৈরি করেছিলেন এই তারকা ফুটবলার। এজন্য তার বিশাল অঙ্কের জরি’মানা করা হয়েছিল। সেই টাকা শোধ করতে না-পারায় জ’ব্দ করা হয়েছিল তার পাসপোর্ট। দেশের বাইরে যাওয়ার অনুমতিও ছিল না কিংবদন্তি এই ফুটবলারের।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।