স্পোর্টস ডেস্ক:
একেই বুঝি বলে দু’র্ভাগ্য! প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। আজ শেষে ম্যাচে টসে জিতে কী বুঝে যে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে। নিজের সিদ্ধান্তেই হয়তো এখন চুল ছিড়তে ইচ্ছে করছে অধিনায়ক শন উইলিয়ামসের। ওপেনিং জুটিতেই যে স্কোরবোর্ডে ১৭৪ রান জমা করে ফেলেছে বাংলাদেশ। যদিও বৃষ্টির জন্য খেলা এখন বন্ধ রয়েছে।
সেই সঙ্গে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভেঙে দিয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির গড়া ২১ বছর আগের রেকর্ড।
১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল বিদ্যুৎ-অপি জুটি। এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতি’পক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা।
কার্ল মাম্বা-সিকান্দার রাজাদের বোলিংকে ছি’ন্নভিন্ন করে ওয়ানডে ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। পাশাপাশি সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ফিফটির মালিক হয়েছেন তামিম ইকবাল।
এই দুই ওপেনারের ব্যাটিংয়ে বৃষ্টি আসার আগে ৩৩.২ ওভারে বিনা উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিটন ১০২ আর তামিম ৭৯ রানে অ’পরাজিত আছেন, এমন সময়ে ঝরঝরিয়ে নেমেছে বৃষ্টি। ৩৩.২ ওভার খেলা হওয়ার পর হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ রয়েছে।
মাশরাফির জায়গা পূরণ হবার নয়: হাবিবুল বাশার
অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ শুক্রবার খেলছেন মাশরাফি বিন মর্তুজা। ইতিমধ্যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন মাশরাফি গতকাল।
তবে মাশরাফির বিষয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, মাশরাফির জায়গা পূরণ হবার নয়। ও তো এখনো এভেইলেভল আছে। তবে তার মতো একজন অধিনায়ক আগামী দিনে বাংলাদেশ দল পাবে কি না, সেটা দেখার বিষয়। তবে নতুন যারা আসবেন, আশা করবো তারা তাকে অনুকরণ করে চলবেন। কারণ মাশরাফি একটা উদাহরণ সেট করে গেছে।
তিনি আরো বলেন, মাশরাফি পুরো দলটাকে পরিবর্তন করে দিয়েছে। মাশরাফি খেলার পরিবর্তন এনে দিয়েছেন। তারকা খেলোয়াড়দের নিয়ে তার পথচলা ছিল দারুণ।