ভালোবেসে অনেক ত্যাগ স্বীকার করা ৫ ক্রীড়াব্যক্তিত্ব

0

স্পোর্টস ডেস্ক:

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে ভালোবাসা দিবস। পৃথিবীতে ভালোবাসা নিয়ে রয়েছে কতশত গল্প, কাহিনী, উপন্যাস। কেউ ভালোবেসে করেছে ধ্বং’স, কেউ ভালোবেসে গড়েছে স্বর্গ। মানুষের এমন ব্যাখ্যাতীত ভালোবাসা নিয়েই প্রতিবছর আজকের দিনে নানান আয়োজনে আজকের দিনটি উদযাপন করা হয়।

ভালোবাসা আসে সবার জীবনে। সাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির মনেও আসে। তেমনি খেলোয়াড়রাও ভিন্ন নন। প্রেম যখন আসে তখন তছনছ করে দেয় সবকিছু। এদের মধ্যে কিছু খেলোয়াড়ের ভালোবাসার প্র’ভাব পড়ে খেলোয়াড়ি জীবনেও। যখন ভালোবাসার জন্য বড় সিদ্ধান্ত নিতেও পিছপা হননি কেউ কেউ।

ভালোবাসা দিবসে নিজের ভালোবাসার জন্য বড় ত্যাগ স্বীকার করা ৫টি ভালোবাসার গল্প নিয়ে এই প্রতিবেদন।

ভালোবাসার অনন্য নিদর্শন গ্লেন ম্যাকগ্রা

১৯৯৫ সালে ম্যাকগ্রার সাথে পরিচয় হলো জেন স্টিলের। সম্পর্কে জড়ানোর বেশ কিছু পর জেন জানতে পেরেছিলেন, তিনি প্রেম করছেন আসলে এক ক্রিকেট তারকার সাথে! ১৯৯৭ সালে স্তন ক্যান্সার ধরা পড়লো জেনের। জেন সরে যেতে বলেছিলেন প্রেমিককে, ম্যাকগ্রা যাননি! এরপর শুরু হলো জেন-গ্লেনের ল’ড়াই- ক্যান্সারের সঙ্গে। ১৯৯৯ সালে বিয়ে করলেন দু’জন।

স্ত্রীর ল’ড়াই থেকে অনুপ্রাণিত হতেন ম্যাকগ্রা। প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ, প্রতিটি ওভার, প্রতিটি বলে মিশে ছিল নিজের সাথে চলা যু’দ্ধ। স্ত্রী অসুস্থ থাকা অবস্থাতেও খেলে গেছেন অনবরত। দিনশেষে আবার গিয়ে স্ত্রীকে সময় দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে চিরপ্রতিদ্ব’ন্দ্বী ইংল্যান্ডের কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারতেন না ম্যাকগ্রা। প্রতিটি অ্যাশেজের আগেই ভবিষ্যদ্বাণী করতেন, ‘অস্ট্রেলিয়া ৫, ইংল্যান্ড ০’।

সেই ম্যাকগ্রা ক্যারিয়ারে প্রথমবার অ্যাশেজ হারলেন ২০০৫ সালে এসে। এজবাস্টন টেস্ট শুরুর আগে অনুশীলনের সময় মাঠে পড়ে থাকা বলের ওপর পা পড়ে চোট পেয়ে ছিটকে গেলেন। ম্যাকগ্রার সেই অদ্ভুত চোট ক্রিকেট মহাকাব্যেরই অংশ। সেই অ্যাশেজের পর স্ত্রীর অসুস্থতার কারণে ক্রিকেট থেকে বাইরে ছিলেন প্রায় ৮ মাসের মতো।

২০০৬-০৭ সালে ঘরের মাঠে ফিরতি অ্যাশেজে ম্যাকগ্রা ফিরলেন। ততদিনে ‘বুড়িয়ে গেছেন, আর দেওয়ার কিছু নেই’ রব উঠতে শুরু করেছে চারপাশে। উত্তর দেয়ার জন্য বোলিংয়ের চেয়ে ভালো আর কিছুই জানা ছিলোনা ম্যাকগ্রার। ৫ টেস্টে ২৩.৯০ গড়ে ২১ উইকেট নিয়ে আরেকবার যেন জানান দিয়েছিলেন, সামর্থ্য তখনও আছে তার।

অস্ট্রেলিয়া জিতল ৫-০ তে, ম্যাকগ্রার ‘৫-০’-তে! সিডনির শেষ টেস্ট দিয়েই বিদায় বললেন তিনি। স্ত্রী আর পরিবারের সামনে। টেস্ট ছাড়লেও ওয়ানডে খেলছিলেন। হাতছানি ছিলো আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ উইকেট শি’কারের বিরল ক্লাবে নাম লেখানোর। তবে একদিন সকালে উঠে তার কাছে এসব মনে হতে থাকলো অর্থহীন। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ক্যারিবীয় বিশ্বকাপই হবে শেষ। ২৬ উইকেট নিলেন, ওয়াসিম আকরামকে ছাড়িয়ে হলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশি’কারি। হলেন টুর্নামেন্ট সেরা।

ম্যাকগ্রা ক্রিকেট ছাড়লেন। আর জেন ছেড়ে গেলেন তাকে। দীর্ঘ ১০ বছর ক্যান্সারের সাথে যু’দ্ধ করে ২০০৮ সালে মা’রা গেলেন জেন। তবে ঠিক ছেড়ে গেলেন না, থাকলেন ম্যাকগ্রার কাছে এক অনুপ্রেরণা হয়ে। তাদের ম্যাকগ্রা ফাউন্ডেশন আজ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ২০০৯ সাল থেকে প্রতি বছর হয়ে আসছে ‘পিংক টেস্ট’, স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে ও দাতব্য সংগ্রহে। এই টেস্টের একদিন পালন করা হয় ‘জেন ম্যাকগ্রা’ নামে।

ভালোবাসার জন্য ইমরান তাহিরের দেশত্যাগ

১৯৯৮ সালের কথা। তখন পাকিস্থান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা যান ইমরান তাহির। ভারতীয় বংশোদ্ভূত দিলরুবা থাকতেন সেখানেই। হুট করে দেখা হয় এ দু’জনের। দিলরুবাকে দেখেই ভালো লেগে যায় তাহিরের। যদিও সিরিজ শেষে দেশে ফিরে আসতে হয় ইমরান তাহিরকে।

দেশে ফিরেও ইমরান যেন বুঁদ হয়ে ছিলেন দিলরুবাতেই। বারবার মনে পড়ে যাচ্ছিল তার কথা। তখনই বুঝেছিলেন, প্রেমে পড়েছেন ইমরান। তবে তখন তো আর বর্তমান সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ ছিল না। অনেক ক’ষ্ট করেই যোগাড় করেছিলেন দিলরুবার ফোন নম্বর।

ফোনে কথা বলতেন ইমরান-দিলরুবা। মাঝে মধ্যেই দিলরুবার সঙ্গে দেখা করার জন্য দক্ষিণ আফ্রিকা ছুটে গেছেন ইমরান। তবে দিলরুবা কিন্তু একেবারেই ভাবেননি ইমরানের সঙ্গে তার প্রেম কিংবা বিয়ে হবে। কেননা পাকিস্থান দেশটা যে দিলরুবার একেবারেই পছন্দের ছিল না। বাধা ছিল ধর্মও।

কেননা ইমরান ইসলাম ধর্মের হলেও দিলরুবা ছিলেন হিন্দু। কিন্তু ওই যে বলা হয়, প্রেম মানে না কোনো ধর্ম। তাই তো দিলরুবা প্রেমে পড়ে গেলেন ইমরানের। তবে সমস্যা ছিল অন্য আরেকটি বিষয়। আর তা হলো দেশ ছাড়তে না’রাজ ছিলেন জেদি দিলরুবা। তাই ইমরান বেছে নিলেন অন্য পথ।

২০০৬ সালে পাকিস্থান ছাড়লেন ইমরান। কারণ দিলরুবার শর্তই যে, নিজের দেশে থাকতে পারবেন না ইমরান, ভালবাসলে স্ত্রীর দেশেই থাকতে হবে তাকে। প্রেমিকা দিলরুবাকে দক্ষিণ আফ্রিকায় এসে বিয়ে করলেন ইমরান। বিয়ের পর মডেলিং ছেড়ে দিলেন দিলরুবা।

ইমরান খানের জন্য ধর্ম বদল

খেলোয়াড়ি জীবনে সম্ভবত আর কোনো ক্রিকেটার পাকিস্থানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো এত রমণীমোহন ক্যারিয়ার পাননি। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন সেলিব্রিটি নারীর সঙ্গে জড়িয়ে হরহামেশাই সংবাদ শিরোনাম হয়েছিলেন ইমরান।

পাশ্চাত্যের বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কখনো বিয়ে করবেন না বলে জানালেও ১৯৯৫ সালের ১৬ মে ব্রিটিশ নারী জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন সুদর্শন ইমরান খান। ব্রিটিশ ধনকুবের স্যার জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমাইমা বয়সে ক্রিকেট তারকার চেয়ে প্রায় ২২ বছরের ছোট হলেও প্রেমের টানে পড়াশোনা অ’সম্পূর্ণ রেখেই বিয়ে করে ফেলেন।

শুধু তাই নয়, অক্সফোর্ড গ্র্যাজুয়েট ইমরানকে বিয়ের জন্য মুসলমান হয়ে যান জেমাইমা। সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির দেশ পাকিস্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাও শুরু করেন। ২ ছেলে সন্তানের জন্ম হয় তাদের দাম্পত্য জীবনে। তবে ইমরানের চারিত্রিক ত্রু’টির কারনে ২০০৪ সালে তাকে ছেড়ে যান জেমাইমা। পাকিস্থান ছেড়ে আবার লন্ডনে গিয়ে বসবাস করা শুরু করেন তিনি। এরপর আরো দু’বার বিয়ে করেন ইমরান।

ভালোবাসার জন্য বাংলাদেশের শাহরিয়ার নাফিসের যু’দ্ধ

জাতীয় দলে ঢোকার মাত্র বছরখানেক পরেই বিয়ে করে নিলেন শাহরিয়ার নাফিস। কিন্তু সেটা ভালো কাটেনি নাফিস এর জন্য। কেননা নাফিসের পরিবার থেকে নাফিসের স্ত্রী ঈশিতাকে মেনে নেয়নি, যদিও ঈশিতা খুব শিক্ষিত।

শাহরিয়ার নাফিসকে দীর্ঘদিন পরিবারের বাইরেই কাটাতে হয়েছে স্ত্রীকে নিয়ে। পরে অবশ্য ঠিকই মেনে নেয় তার পরিবার। ঈশিতা পেশায় একজন আইনজীবী। ঈশিতা তাসমিনের বাবা আবদুল মান্নান পাঠান গাজীপুর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। রাজনৈতিক পরিবারের সন্তান ঈশিতার বাবাও একজন আইনের লোক। তিনি গাজীপুর জেলার সরকারি উকিল। ঈশিতা আওয়ামী লীগ থেকে মনোনয়নও চেয়েছিলেন।

ইকার ক্যাসিয়াস এবং সারা কারবোনেরো

২০১০ সালের বিশ্বকাপ ফাইনাল লিখে দিয়েছে ইকার ক্যাসিয়াস এবং সারা কারবোনেরোর প্রেমের উপাখ্যান। বিশ্বকাপ জয়ের ইকার ক্যাসিয়াসের সাক্ষাৎকার নিতে যান তার বান্ধবী পেশাদার টেলিভিশন সাংবাদিক সারা কারবোনেরো কিন্তু বিশ্বকাপ জয়ের উত্তে’জনায় সারা যেমন গুছিয়ে প্রশ্ন করতে পারছিলেন না, তেমনি ইকার ক্যাসিয়াসও গুছিয়ে উত্তর দিতে পারছিলেন না। এভাবে কিছুক্ষণ চলার পর ইকার ক্যাসিয়াস সারা কারবোনেরোকে জড়িয়ে ধরে সবার সামনে চুম্বন করে তাদের সম্পর্কে কথা জানিয়ে দেন। এর চেয়ে রোমান্টিক আর কী হতে পারে?

২০১০ বিশ্বকাপে স্পেন-সুইজারল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে ইকার ক্যাসিয়াসের গোলবারের পিছনে দাঁড়িয়ে টেলিভিশনের লাইভ অনুষ্ঠান যোগ দেন সারা। কিন্তু সেই ম্যাচে ক্যাসিয়াসের ভুলে স্পেন হেরে গেলে তাদের নিয়ে অনেক বিত’র্কের সৃষ্টি হয়। কিন্তু বিশ্বকাপ শেষে তাদের প্রেমের গল্প সবার মুখে মুখে ভেসে বেড়াচ্ছিলো। বিখ্যাত সাংবাদিক-ফুটবলার জুটি ২০১৬ সালে বিয়ে করেছেন এবং তাদের ২টি সন্তান রয়েছে।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।