স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ দল গঠন করব। আর এই দলে সুযোগ পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা। ওদের আমরা ২ বছরের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এই ২ বছর এই দলের ক্রিকেটাররা প্রত্যকে মাসে ১ লাখ টাকা করে পাবে।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি আরও বলেন, আমরা দেখব তারা যদি উন্নতি করতে পারে তাহলে চুক্তিতে থাকতে পারবে, না হয় বাদ পড়ে যাবে। এদের উন্নয়নে যত প্রকার সুযোগ-সুবিধা দেয়া যায় আমরা তাই কবর।
দক্ষিণ আফ্রিকার বৈ’রী কন্ডিশনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জয় করা যুবাদের নিয়ে পাপন বলেন, ওরা আমাদের গৌরব, তারা বিশ্বকাপ জয় করে এসেছে। বিশ্বকাপ জেতা অনেক কঠিন কাজ। তবে এখান থেকে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক অনেক কঠিন। আমি ওদের বলেছি আর্থিক বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই।
বিসিবি সভাপতি আরও বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সোহরাওয়ার্দী উদ্যানে সংবধর্না দেবেন। ক্রিকেটাররা আগামীকাল বাড়িতে যাবে। ওরা যাতে সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারে সে জন্য আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।
বিশ্ব গণমাধ্যমে আকবরদের বন্দনা
এই প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর থেকেই বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এ নিয়ে আইসিসি ওয়েবসাইট শিরোনাম করেছে, ঐতিহাসিক জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো শিরোনাম করেছে, বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতালেন আকবর-শরিফুলরা। ক্রিকেটের আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রতিবেদন করেছে, কাজে এলো না বিষ্ণোর স্পেল, ইতিহাস গড়ল বাংলাদেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস শিরোনাম করেছে, প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল বাংলাদেশ। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি হেডলাইন করেছে, ভারতকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জিতল বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস লিখেছে, ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ভারতকে হারিয়ে প্রথম আইসিসি বিশ্বকাপ জয় বাংলাদেশের।