ভারতীয় ক্রিকেটারদের কঠোর সাজা চান কপিল-আজহারউদ্দিনরা

0

স্পোর্টস ডেস্ক:

ফাইনাল ম্যাচে বি’বাদে জড়িয়ে বড় ধরনের শা’স্তি পেয়েছেন ভারতীয় ২ খেলোয়াড়সহ বাংলাদেশি ৩ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের রাকিবুল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন এবং ভারত থেকে রবি বিষ্ণুই ও আকাশ সিংকে ভিন্ন ভিন্ন সংখ্যক ম্যাচের জন্য নি’ষিদ্ধ করা হয়।

তবে, আইসিসির দেয়া শা’স্তিতে খুশি নন ভারতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক কপিল দেব ও মোহাম্মদ আজহারউদ্দিন। দু’জনের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও (বিসিসিআই) উচিৎ অভিযুক্ত খেলোয়াড়দের বিরু’দ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া। যাতে করে ভবিষ্যতে আর কেউ বিশ্বকাপের মতো মঞ্চে এমন কিছু করতে না পারে।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, আমি চাই, অভিযুক্ত খেলোয়াড়দের বিরু’দ্ধে বিসিসিআই যেনো কঠোর শা’স্তির ঘোষণা দেয়। যাতে করে এটা একটা উদাহরণ হয়ে থাকে। প্রতি’পক্ষকে গা’লিগালাজ করা ক্রিকেটীয় কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। আমি মনে করি এসব যুবাদের বিসিসিআইয়ের পক্ষ থেকে শা’স্তি পাওয়াই উচিৎ।

কপিল আরো জানান, এগ্রেশন এবং অ’শোভন আচরণের মধ্যে পার্থক্য রয়েছে ব্যাপক। তার মতে, আমি আ’গ্রাসী মনোভাবকে স্বাগত জানাই। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই এগ্রেশনের একটা সীমা থাকতে হবে। আপনি প্রতিদ্ব’ন্দ্বিতার নামে অ’ভদ্রতা করতে পারেন না। আমি বলবো যে, ক্রিকেট মাঠে আমাদের যুবারা যা করেছে, তা মেনে নেয়ার মতো নয়।

একই কণ্ঠে আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিন বলেন, আমি হলে এই অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের বিপক্ষে পদক্ষেপ নিতাম। একইসঙ্গে আমি জানতে চাই, যুবা খেলোয়াড়দের যথাযথ শিক্ষা দেয়ার জন্য দলের সাপোর্ট স্টাফের ভূমিকাটা কী? দেরি হয়ে যাওয়ার আগে এখনই কিছু করা উচিৎ। এসব ছেলেদের অবশ্যই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।

উল্লেখ্য, গত রোববার ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে স্লেজিং বা কথা কাটাকাটি- যা হয়েছিল, সবই ছিলো স্পোর্টিং। পুরোপুরি ক্রিকেটিয়। মাঠের সেসব ঘটনা মাঠে রাখাই হতো যুক্তিযুক্ত কাজ। কিন্তু তা না করে ম্যাচ শেষে প্রায় হাতা’হাতি লেগে যায় দুই দলের ক্রিকেটারদের মধ্যে। ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশের পতাকা কেড়ে নিয়ে মাটিতে ফেলে অব’মাননা করেছে।

এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩ ক্রিকেটার তৌহিদ হৃদয় (১০ ম্যাচ নি’ষিদ্ধ), শামীম হোসেন (৮ ম্যাচ নি’ষিদ্ধ) এবং রকিবুল হাসান (৪ ম্যাচ নি’ষিদ্ধ) এবং ভারতের ২ ক্রিকেটারের মধ্যে আকাশ সিং নি’ষিদ্ধ হয়েছেন ৬ ম্যাচ আর লেগস্পিনার রবি বিষ্ণুইকে নি’ষিদ্ধ করা হয়েছে ৫ ম্যাচ।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।