নারীর ন’গ্ন ছবি প্রকাশের হু’মকি দিলেন পাকি ক্রিকেটার শাদাব!

0

স্পোর্টস ডেস্ক:

পাকিস্থানি ক্রিকেটারদের নারী ঘনিষ্ঠ চরিত্রের কথা অজানা নয় কারোরই। এখনকার ক্রিকেটাররাই নয়। পাকিস্থানের স্বর্ণালি সময়েও একাধিক নারীর সঙ্গে নাম বেরিয়েছে কিংবদন্তি অনেক ক্রিকেটারেরর।

সাম্প্রতিক সময়ে অভিযোগ শোনা গেছে, পাকিস্থানের ওপেনার ইমাম উল হকের বিরু’দ্ধে। তার বিরু’দ্ধে অভিযোগ, একইসঙ্গে কয়েকজন নারীর সঙ্গে প্রেমের অভিনয় করার।

এবার পাকিস্থানের লেগস্পিনার শাদাব খানের বিরু’দ্ধে আরও গুরুতর অভিযোগ তুললেন দুবাইয়ের এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই নারী দাবি করেছেন, শাদাব তাকে হুম’কি দিয়েছেন এবং সেই হুম’কিটা হলো ন’গ্ন ছবি ছড়িয়ে দেয়ার।

সদ্যই পাকিস্থান সুপার লিগে (পিএসএল) সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে ইসলাম ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন শাদাব খান। আগামী সপ্তাহে শুরু পিএসএল। এমন সময়ে তার বিরু’দ্ধে ওঠলো গুরুতর অভিযোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আশরিনা সাফিয়া নামের দুবাইয়ের এক নারী দাবি করেছেন, তার ন’গ্ন ছবি ছেড়ে দেয়ার হুম’কি দিয়ে ব্ল্যাকমেলিং করছেন শাদাব খান।

পোস্টে সেই নারী দাবি করেন, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সফরে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করেছেন শাদাব খান। পাকিস্থানি ক্রিকেটারের সঙ্গে তার নিজের ছবি ও ভিডিও দিয়েছেন ওই নারী। অন্য মেয়েদের সতর্ক করার জন্যই তিনি এমনটা করেছেন বলে দাবি করেন।

আশরাফি সাফিয়া নামের সেই নারী বড়সড় এক স্ট্যাটাসে লিখেছেন, পাকিস্থানি ক্রিকেটার শাদাব খানের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। আমি সবই এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু এগুলো এখন আমার ও আমার পরিবারের ওপর প্র’ভাব ফেলছে। ২০১৯ সালের মার্চ থেকে আমি আর শাদাব ঘনিষ্ট বন্ধু। ইংল্যান্ডে বিশ্বকাপের সময় সে সম্পর্ক আরও গভীর হয়।

তার সঙ্গে সিপিএলে গায়ানা, বাংলাদেশ এবং দুবাইয়ে গিয়েছি। আমার ১৫ হাজার ডলারের মতো খরচ হয়েছে। কিন্তু সব জায়গায়ই আমার সঙ্গে থাকার পরও তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। তবু আমি তাকে বিশ্বাস করতাম। কারণ যত অভিযোগই করি না কেন সে আমাকে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে।

কিন্তু পাকিস্থানি একজন সাংবাদিক আমাদের নিয়ে স্টোরি দেয়ার পর শাদাব কয়েকটি নম্বর/অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যদি কাউকে আমাদের সম্পর্কের কথা বলি, তবে আমার সব ন’গ্ন ছবি ছেড়ে দেবে, এমন হুম’কি দেয়।

শাদাবের মিথ্যা কথা বিশ্বাস করে ভুল করেছেন বলেই মনে করছেন ওই নারী। কিন্তু পাকিস্থানি ক্রিকেটার তার গোপন কিছু প্রকাশ করার হুম’কি দেবে এমনটা মানতে পারছেন না তিনি।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।