বিসিএস’র ভাইভায় নার্ভাসনেস কাটাতে চা-বিস্কুটের ব্যবস্থা

0

সময় এখন ডেস্ক:

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর মৌখিক পরীক্ষায় প্রার্থীদের আত-ঙ্ক বা নার্ভাসনেস কাটানোর জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো ৩৮ তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পানির পাশাপাশি ১ কাপ চা ও এক প্যাকেট বিস্কুটের ব্যবস্থা রাখছে পিএসসি।

সংস্থাটি বলছে, ভাইভা বোর্ড কঠিন জায়গা। চা ও বিস্কুটের আয়োজনটি পরীক্ষার্থীদের জড়তা কাটাতে বিশেষ সহায়তা করবে। সেই সাড়াও ইতোমধ্যে পেয়েছে পিএসসি।

এর আগে ১ জুলাই ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। গত ২৯ জুলাই থেকে ৩৮ তম বিসিএসের সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু হয়। ঈদের আগে গত ১ আগস্ট পর্যন্ত ভাইভা চলে।

গত মঙ্গলবার থেকে পুনরায় ভাইভা শুরু হয়েছে। সাধারণ ক্যাডারের এই ভাইভা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সাধারণ ও প্রফেশনাল ক্যাডারে এবং সবশেষ কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

৩৮ তম বিসিএসের ভাইভায় অংশগ্রহণ শেষে বেশ কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন, এর আগে কখনও পিএসসির পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা ছিল না। ক্ষুদ্র আয়োজন হলেও পরীক্ষার্থীদের জন্য এটি বিশাল ব্যাপার।

জানা গেছে, ৩৮ তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

গত বছরের ১৩ আগস্ট ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় ২ মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।