দিনাজপুর প্রতিনিধি:
বিয়ের প্রলোভন দেখিয়ে ১২ বছরের এক শিশুকে দিনের পর দিন ধ-র্ষণ করেছে মোহন্ত (২৩) নামে এক যুবক। এতে ১২ বছরের ওই শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই যুবককে অভিযুক্ত করে রোববার (১১ আগস্ট) বিরামপুর থানায় নারী ও শিশু নি-র্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা। মামলার পর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে সোমবার (১২ আগস্ট) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ৮ মাস ধরে ওই শিশুকে ধ-র্ষণ করেছে মোহন্ত হাসদা নামে একই এলাকার এক যুবক। শনিবার বিয়ের দাবি নিয়ে ওই যুবকের বাসায় গেলে তার বাবা-মা মেয়েটিকে বাসা থেকে বের করে দেয়। এ ঘটনায় রোববার ওই যুবককে অভিযুক্ত করে মামলা করেন মেয়েটির মা। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
শিশুটির মা বলেন, অনেকদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ-র্ষণ করে মোহন্ত। কয়েকদিন ধরে মেয়ের শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি আমাকে জানায়। বিষয়টি যাচাই করার জন্য শহরের একটি বেসরকারি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরে রিপোর্টে মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন ডাক্তার।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ধ-র্ষণের শিকা-র মেয়েটির মায়ের মামলার পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটিকে ধ-র্ষণের কথা স্বীকার করেছে মোহন্ত।
ওয়্যারড্রোব থেকে পাওয়া গেল ইয়া-বা
রাজধানীর খিলগাঁওয়ে ৮ হাজার ২০০ পিস ইয়া-বাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন-আবুল কাশেম (৫০), মো. হাসান (৩০) ও ফাতেমা বেগম (৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, সোমবার (১২ আগস্ট) রাতে খিলগাঁও থানার ৫৭/১ মেরাদিয়া নয়াপাড়ার বিসমিল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আবুল কাশেম ও হাসানকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ সময় কাশেমের হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ও হাসানের হেফাজত হতে ১ হাজার ৫০০ পিস ইয়া-বা উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
পরবর্তী সময়ে তাদের দেয়া তথ্য মতে, ওই রাতেই রামপুরার বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। তার ওয়্যারড্রোব থেকে আরও ৪ হাজার ২০০ পিস ইয়া-বা উদ্ধার করে পুলিশ।