ফিচার ডেস্ক:
বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড প্রসঙ্গে আলোচনার শুরুতেই কিছু কথা বলা দরকার। সদ্য-স্বাধীন প্রায়-বিদ্ধস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের ’অপ-শাসন, স্বজনপ্রীতি, অযোগ্যতা-অক্ষমতা’র কথাগুলি কোন কোন মহলে বহুল আলোচিত হয়ে থাকে। কারণ, এগুলি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপ-রাজনীতির প্রয়োজন মেটায়। প্রসঙ্গত সবিনয়ে বলছি, প্রাজ্ঞ-প্রবীণদের জন্য নয়, বঙ্গবন্ধু মুজিবের প্রতি কৃতিত্ব-শ্রদ্ধা আরোপের অপ্রয়োজনীয় উদ্দেশ্যও নয়, তরুণ প্রজন্মের যারা সেই সময় এবং সংকটের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জানতে আগ্রহী, নিম্নোদ্ধৃত প্যারাটি একান্তই তাঁদের প্রতি নিবেদিত।
”ভারত হতে প্রত্যাবর্তনকারী ১ কোটি লোকের পুনর্বাসন, ও দেশের অভ্যন্তরে ৩ কোটি ছিন্নমূল মানুষের জন্য খাদ্য সংস্থান, ৩ মাসের মধ্যে ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো ও মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ফিরিয়ে নেওয়া, মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ পরিবারকে আর্থিক সাহায্য ও ২ লাখ নির্যাতিতা মা-বোনের দায়িত্ব গ্রহণ, চিকিৎসার জন্য পঙ্গু মুক্তিযোদ্ধাদের বিদেশ প্রেরণ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও নারী পুনর্বাসন বোর্ড গঠন, শিক্ষকদের, সরকারি কর্মচারীর মর্যাদা দান, বিশ্ববিদ্যালয়ের জন্য গণতান্ত্রিক অধ্যাদেশ প্রণয়ন, ডঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন ও জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, ১১ হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ৫৪ হাজার শিক্ষক নিয়োগসহ স্কুল, কলেজ, মাদ্রাসা পুনর্নিমান, প্রতি থানা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ এবং অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের স্থায়ী চাকরির মর্যাদা দান, জাতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ প্রতিরক্ষা বাহিনীকে জাতীয় মর্যাদায় পুনর্গঠন এবং কুমিল্লায় দেশের প্রথম সামরিক একাডেমি স্থাপন, পুলিশ, বিডিআর, আনসার ও বেসামরিক প্রশাসনের অবকাঠামো গড়ে তোলা, পাকিস্থানে আটক প্রায় ৪ লক্ষ বাঙালিকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করা, ৭ লক্ষ পাকিস্থানিকে ফেরত পাঠানো, বাঙালি জাতি ও বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি এবং জাতিসংঘে বঙ্গবন্ধু কর্তৃক বাংলায় প্রথম ভাষণ দান, জাতিসংঘের সদস্যপদ ও আন্তর্জাতিক সংগঠনসহ ১৪০টি দেশের স্বীকৃতি লাভ।…অর্থনীতি পুনর্বাসন ও পুনর্গঠনের কার্যক্রম যখন সুচারুভাবে সম্পন্ন প্রায়, কারখানায় ও ক্ষেতখামারে উৎপাদন বৃদ্ধি ও মুদ্রানীতির সংস্কারের ফলে দ্রব্যমূল্য যখন দ্রুত জনগণের ক্রয়-ক্ষমতায় চলে এসেছে…ঠিক তখনি দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র ও স্বাধীনতাবিরোধী শক্তি সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। দেশ নিক্ষিপ্ত হয় সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসনের বেড়াজালে”। বিশ্ব ব্যাংকের ১৯৮৭ সালের প্রণীত রিপোর্টে ১৯৭২-১৯৭৫ সালে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে সমস্যা সঙ্কুল ক্রান্তিকালে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল শতকরা ৭ ভাগ।…তা বঙ্গবন্ধুর আমলে গৃহীত পদক্ষেপেরই ফলশ্রুতি মাত্র। ১৯৭৫ সালের প্রথম দিকে প্রতি সের চালের দাম ৪.৫০ টাকায় এবং মে মাসে ৩.৭৫ টাকায় দাঁড়ায়।
উপরোল্লিখিত তথ্যাদির প্রেক্ষাপটে একান্ত আস্থার সাথেই বলা যেতে পারে, অসাফল্য-অপশাসনের জন্য নয় বরং অনস্বীকার্য ’কমিটমেন্ট’ এবং সাহস-সফলতার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার পরও ’নির্ভার-নির্ভয়’ হতে পারেনি খুনিরা কিংবা দেশি-বিদেশি যড়যন্ত্রকারীরা। তাদের ভয় ছিল, বঙ্গবন্ধুর অবর্তমানে যাঁরা চরম সঙ্কটের মাঝেও মুক্তিযুদ্ধ সফল করতে পেরেছিলেন, তাঁরা অবশ্যই বঙ্গবন্ধু-হত্যার পরেও বাংলাদেশটাকে ’বঙ্গবন্ধুর আদর্শের পথে’ই নিয়ে যাবেন। সুতরাং একই গ্রুপের ঘাতকের হাতেই কারাবন্দি অবস্থায় প্রাণ দিতে হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চারজন জাতীয় নেতাকেও। বাঙালির স্বপ্নের বাংলাদেশ কেন বাস্তব সত্য হয়ে উঠতে পারেনি, সে-কথা উপলব্ধি করতে হলে, আজ কিংবা আগামীকাল ভাবতেই হবে এসব হত্যাকান্ড এবং হত্যাকারীদের সংযোগ-পরিচয়েরে কথাও। সুযোগসন্ধানী জ্ঞানপাপী হত্যাকারী এবং তাদের পেছনের ষড়যন্ত্রকারীদেরও ভাবতেই হবে, হত্যাকান্ড ঘটিয়ে মুজিবকে অপসারণ করা গেছে, যেমন সবাইকে যায়, কিন্তু বাংলার মানুষের মন থেকে মুজিবকে অপসারণ করা যায়নি, সেটি আদৌ সম্ভব নয়। জীবিত মুজিব অপেক্ষা মৃত মুজিব ক্রমশ বিশালতর, প্রবলতর হয়ে উঠছেন। তারই প্রথম পর্বে ২০০৪ সালে মুজিব-হত্যার প্রায় ৩০ বছর পরে, বিবিসি-পরিচালিত জরিপে শ্রেষ্ঠতম বাঙালির আসনটি বাঙালিরাই নির্ধারণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। মহাত্মা গান্ধীর নাম কি ঘাতকের গুলিতে মুছে গেছে ভারতের চলমান ইতিহাস থেকে, কঙ্গো থেকে লুলুম্বা কিংবা চিলি থেকে আলেন্দে?
মুজিব-হত্যার পরবর্তী সময়ে একেবারেই প্রত্যক্ষ ভিত্তিমূলক কিছু প্রশ্ন জেগেছিল মুজিব-অনুরাগী আব্দুল গাফফার চৌধুরীর মনে। আলোচনার প্রাসঙ্গিকতায় সেই প্রশ্নগুলি উদ্ধৃত করছি : ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জানতেন, তাঁকে হত্যা করার একটা বিরাট চক্রান্ত চলছে? তিনি কি জানতেন এই চক্রান্তে বিদেশীরা যেমন আছে, তেমনি আছে তাঁর নিজের দলের লোক? এই চক্রান্তের উদ্দেশ্য কি? শুধু বঙ্গবন্ধুকে হত্যা। না, বাংলাদেশেরও সর্বনাশ করা?”
এস.এ. করিমের পর্যবেক্ষণ : ”What was, virtually ignored by him (Mujib) was the likelihood of a deadlier threat from a better-armed and better-organised body of men-the army…With no threat to Bangladesh…from across the border, the armed forces …perception that Mujib neglected them began when Rakkhi Bahini was created in February 1972 to fight the leftist insurgency and help in the restoration of law and order…When Mujib sent his second son Jamal, to receive military training at Sandhurst in England, it was whispered that upon his return to Bangladesh, he would join their ranks for the sole purpose of keeping a watch over them…Not surprisingly the cantonment voted overwhelmingly for opposition candidates during the 1973 elections”
”এ কথা বললে অদ্ভুত শোনাবে যে, সেনা-সদস্যরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা হওয়ায়, তাও একটা সমস্যা সৃষ্টি করেছিলো। মুক্তিযুদ্ধে তাঁরা অংশ নিয়েছিলেন বিদ্রোহ করে। অর্থাৎ…শৃঙ্খলা ও চেইন অব কমান্ড…ভঙ্গ করে…। এটা দেশের প্রতি তাঁদের ভালোবাসা এবং প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলো। আবার, বিদ্রোহ করার এবং চেইন অব কমান্ড ভাঙ্গার মানসিকতাও জন্ম দিয়েছিলো।।…যখনই তাঁরা ছোটো অথবা বড়ো কোনো অপরাধীকে ধরেছেন, তখন তাঁরা ওপর মহলের হুকুমে ছাড়া পেয়েছে।…তার ওপর আবু তাহের, জিয়াউদ্দিন এবং জলিলের মতো রাজনীতি-সচেতন বহু সেনাসদস্যও ছিলেন – যাঁরা ভিন্ন ধরনের সেনাবাহিনী গড়ে তোলার জন্য ভেবেছিলেন। মুজিব-হত্যায় সবচেয়ে বড়ো নেতা ফারুকও এমনি এক ক্ষুব্ধ মেজর। মুন্সীগঞ্জে গিয়ে দারুণভাবে তাঁর চোখে পড়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি। তখনই নাকি ফারুকের মনে হয় যে, জাতির পিতাকে হত্যা করবেন, পর্যবেক্ষণমূলক মন্তব্যটি গোলাম মুরশিদের।
হালিম দাদ খান লিখেছেন, মুজিব বলতেন, ”আমরা পাকিস্থান সেনাবাহিনীর মত একটা দানব সৃষ্টি করতে চাই না’…বেগম মুজিবও সেনাবাহিনীর লোকদের ভীষণ ভয় করতেন। প্রহরারত সৈন্যদের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি স্বামীকে বলতেন, ’এ সমস্ত লোকেরা একদিন তোমার বিরুদ্ধে তাদের বন্দুক প্রয়োগ করবে’।…স্বাধীনতা যুদ্ধকালেই সংশ্লিষ্টদের মধ্যেও রাজনৈতিক উচ্চাভিলাষ দেখা দেয়।…সংসদ সদস্য ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করায় সামরিক অফিসাররা অ-খুশি ছিল এবং তারা ওসমানিকে এড়িয়ে চলত। মুজিববাহিনী সৃষ্টি তাদের অবিশ্বাসকে আরও বৃদ্ধি করে। শফিউল্লাহ, জিয়া ও খালেদ মোশাররফ- এই তিনজনের মধ্যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা ছিল”। সুশৃঙ্খল নিয়ম এবং চেইন অব কমান্ড মেনে সেনাবাহিনী গড়ে তোলা সম্ভবত অসম্ভব ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে। বরং মুক্তিযুদ্ধের সময়ের কিছু অসন্তোষ-অস্থিরতার ধারাটাই বহমান থেকেছে এবং ক্রমশই প্রবলতর হয়েছে স্বাধীন বাংলাদেশে। আবার সত্যের খাতিরেই মেনে নিতে হবে যে, একটা প্রবল রাজনৈতিক মুক্তিযুদ্ধের ভের দিয়ে (অথবা যদি বলেন ঐতিহ্য নিয়ে) গড়ে উঠেছিল যে সেনাবাহিনী, তাতে নানা-রং-রাজনীতি ঢুকে গিয়েছিল জন্ম-মুহুর্তেই।
প্রসঙ্গতই প্রশ্ন জাগতে পারে, স্বদলীয় অনেক নেতাকর্মীর স্বজনপ্রীতি এবং অনাচার-দুর্নীতির প্রতি কি মুজিবের সমর্থন ছিল কিংবা তিনি কি চোখ বন্ধ করে রাখতেন? শেখ সাদী জানাচ্ছেন, ”বঙ্গবন্ধু দেখলেন দুর্নীতির নৈরাজ্যে সারা দেশে প্রাণদৈন্য। যতদিন না এই সমস্যা দূর হয়, ততদিন উন্নতির চেষ্টা ভিত্তিহীন। ১৯৭৫ সালের ২১ জুলাই বললেন, ’জনগণের সেবার জন্যই আমরা নির্বাচিত হয়েছি…আজ আমার কাছে আপনারা তওবা করে যান যে স্বজনপ্রীতি করবেন না। ঘুষখোরদের সাহায্য করবেন না। মাত্র কয়েকটা লোকের জন্য বাংলাদেশের মানুষের দুঃখ দূর করা যায় না। আমি এর প্রতিকার দেখতে চাই।…আমার কর্মী যাঁরা আছেন, যাঁরা আমার কথায় বন্দুক ধরে যুদ্ধ করেছিলেন,…যাঁরা আমার কথায় সবকিছু ত্যাগ করতে পারতেন, তাঁরা আমার একটা কথা রাখুন। ঘুষ-দুর্নীতি বন্ধ করুন’।…ষড়যন্ত্রের জালে ঘিরে ফেলে সারা দেশ। আলোও আঁধারের দুই পথ সামনে…রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ’মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’…জীবনের শেষ দিন পর্যন্ত কথাটি বিশ্বাস করেছেন বঙ্গবন্ধু”।
১৯৭১’র ২৫ মার্চ দিবাগত রাতে (২৬ মার্চ) বঙ্গবন্ধুকে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাসা থেকে গ্রেফতার করে সংবাদটি বিশ্ববাসীকে জানাতে (১০ এপ্রিল) প্রায় দু’সপ্তাহ বিলম্ব করেছিল ইয়াহিয়া খানের সেনা-আমলা চক্র। অথচ মুজিব-হত্যার ”তিন ঘন্টার মধ্যেই মুজিবের মৃত্যু ও বাংলাদেশের পরিস্থিতির ওপর করাচি ও লাহোরের পত্র-পত্রিকাগুলো বিশেষ বুলেটিন বের করে এবং রেডিও পাকিস্থান সকাল আটটার খবরে তা প্রচার করে”। আরো উল্লেখ্য যে, ”১৬ই আগষ্ট উর্দু পত্রিকা ’নওয়া-ই-ওয়াক্ত’ দীর্ঘ সম্পাদকীয়তে মোশতাককে পাকিস্থানের সঙ্গে একত্রিত হয়ে দেশের নাম ’পূর্ব পাকিস্থান’ বা ’পূর্ব পাকিস্থান ইসলামিক প্রজাতন্ত্র’ রাখার প্রস্তাব দেয়। ’পাকিস্থান টাইমস’ এই পরিবর্তনের ফলে দ্বি-জাতিত্ত্বের ভিত্তিতে ’মুসলিম বাংলা’ প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করে। উর্দু দৈনিক ’জং’ এক সম্পাদকীয়তে (১৮ আগস্ট) মন্তব্য করে, ’বাংলাদেশের মানুষ পাকিস্থান ও পাকিস্থানি আদর্শের প্রতি বিদ্বেষী নয়’। পত্রিকাটিতে মোশতাক সরকারকে মুজিব আমলের পাকিস্থানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলো শুধরে নিয়ে অনতিবিলম্বে…সম্পর্ক স্থাপনেরও পরামর্শ দেওয়া হয়।…১৭ আগস্ট রেডিও পাকিস্থানে প্রচারিত এক খবরে বাংলাদেশের নতুন সরকারের ’ইসলামিক প্রজাতন্ত্র বাংলাদেশ’ নামকরণের প্রশংসা…করে”।
ড. আবু মোঃ দেলোয়ার হোসেন আরো উল্লেখ করেছেন, ”২০ আগস্ট লন্ডনে জামায়াতে ইসলামি প্রভাবিত ’মিল্লাত’ পত্রিকা ১৫ আগস্ট অভ্যুত্থানের পেছনে ভুট্টোর হাত রয়েছে বলে মন্তব্য করা হলে পাকিস্থান চিন্তিত হয়ে পড়ে।…অবশ্য…মুজিব বিরোধীদের আর্থিক সহায়তা প্রদানের সাক্ষ্যও এ ধারণাকে ঘনীভূত করে তোলে”। অপরদিকে ড. দেলোয়ার একথাও উল্লেখ করেছেন যে, ”পাকিস্থানের (অন্যতম অখ্যাত পত্রিকা) ’আল ফাতাহ’র সম্পাদক ওয়াহাব সিদ্দিকী ২২ আগস্ট মুজিব-হত্যায় দুঃখ প্রকাশ করে মন্তব্য করেন, মুজিব দেশের অর্থনৈতিক অবস্থঅর উন্নতি করার যথেষ্ট চেষ্টা চালান। কিন্তু দেশের অবস্থার যখন উন্নতি হচ্ছিল, ঠিক তখনই তিনি নিহত হন।…পাকিস্থানে ওয়াহাব সিদ্দিকীর সহমতের লোকের সংখ্যা হাতেগোনা। পাকিস্থানের সরকারের সঙ্গে বিরোধী দলের বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও বাংলাদেশের নতুন সরকারের ব্যাপারে তাদের মধ্যে মিলই ছিল বেশি”।
একান্ত স্বাভাবিকভাবেই ”মুজিব হত্যাকান্ডে সবচেয়ে বেশি উৎসাহ প্রকাশ করে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা স্বাধীনতা-বিরোধীরা। তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লন্ডনে মুজিব হত্যাকান্ডের পরের দিনই তারা বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আব্দুস সুলতানসহ স্বাধীনতাপন্থীদের দূতাবাস থেকে বের করে দেয়। বিক্ষোভকারীরা মুজিবের ছবি টেনে নামায় এবং তা ভেঙ্গে রাস্তায় ফেলে দেয়। গোলাম আযম জেদ্দা থেকে নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য মোশতাক ও ভুট্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পত্র পাঠান।…পত্রিকায় বিবৃতি দিয়ে বাঙালি নেতা আহম্মদ আলী, খাজা খয়ের উদ্দিন, হামিদুল হক চোধুরী, কামারুজ্জামান (যুদ্ধাপরাধের দায়ে ফাঁসীর সাজাপ্রাপ্ত), ও নসরুল্লাহ নামে একজন প্রাক্তন এমএনএ, সোহরাওয়ার্দী কন্যা ও ভুট্টোর প্রাক্তন উপদেষ্টা আখতারি সোলায়মান ও ঢাকার নওয়াব খাজা হাসান আসকারি পাকিস্থান সরকারের বাংলাদেশের নীতিকে সমর্থন এবং মোশতাক সরকারের সাফল্য কামনা করেন।…মূলত তাদের আগ্রহেই কনফেডারেশনের ইস্যুটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ৯ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে ঐক্যবদ্ধ পাকিস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে ’পাকিস্থান বাংলাদেশ সংহতি পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে”।
এবার মনোযোগ দেয়া যাক বঙ্গবন্ধু (এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ) হত্যার জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটের দিকে। এখানে সামগ্রিকভাবে বিষয়টির উপলব্ধির তথ্য-ভিত্তি হিসেবে কয়েকটি সুদীর্ঘ নিবন্ধের সংক্ষেপিত অংশ উদ্ধৃত করবো। প্রথমটি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্তের ’মুজিব হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা’। দাসগুপ্ত লিখেছেন : ”১৯৭১ সালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, দুনিয়ায় তাদের যে ক’জন দুশমন আছে, বাংলাদেশের শেখ মুজিব এদের অন্যতম। অন্য দু’জন ছিলেন ভিয়েৎনামের রাষ্ট্রনায়ক থিউ ও চিলির প্রেসিডেন্ট আলেন্দে।…প্রতিশোধপরায়ণ কিসিঞ্জার তাই বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎখাত করার চক্রান্ত করেছিলেন”।
মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুল্টজের ’বাংলাদেশ : দ্য আনফিনিশড রেভ্যুলেশন’ নামক গ্রন্থটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় : ”ক. আমেরিকান পররাষ্ট্র দপ্তরের অফিসাররা…বলেছেন, যে চক্রটি মুজিবকে হত্যা করে, তাদের প্রতিনিধিগণ ১৯৭৪ সালের শরৎকালে ঢাকার মার্কিন দূতাবাসে এসে এ ব্যাপারে সাহায্য চায়। খ. ….ঢাকার মার্কিন দূতাবাসের সি.আই.এ-এর ’স্টেশন চিফ’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট অর্থাৎ মুজিব-হত্যার দিন পর্যন্ত চক্রান্তকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। গ. মার্কিন পররাষ্ট্র দপ্তর মি. লিফসুল্টজকে জানিয়েছে যে, মাহবুব আলম চাষী, তাহের উদ্দিন ঠাকুর, এ.বি.এস সফদার ছিলেন তখন মার্কিন গুপ্তচর সংস্থা সি.আই.এ-এর মুখ্য এজেন্ট। ঘ. ঢাকার সি.আই.এ-এর স্টেশন চিফ ফিলিপ চেরি বলেছেন, ’আমাদের যোগাযোগটা এতো ভাল ছিল যে, অভ্যুত্থানের খবর পেয়ে আমরা খুব শিগগিরই তা যুক্তরাষ্ট্রে পাঠাতে পেরেছিলাম’। ঙ. চেরি স্বীকার করেন যে, তিনি যখন যুক্তরাষ্ট্রে খবর পাঠান, তখনও অভ্যুত্থান চলছিল।…পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, ’খন্দকার মোশতাক গংদের সঙ্গে এই যোগাযোগ ছিল ১৯৭১ সালে, সেই কলকাতা থেকেই।…১৯৭১ সালে মোশতাক-চাষীদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যোগাযোগ ছিল ১৯৭৫ সালেও তা অক্ষুণ্ন ছিল”।
”ঢাকার মার্কিন দূতাবাসের জনৈক সিনিয়র অফিসার জানান, প্রস্তাবিত অভ্যুত্থান সম্পর্কে স্থানীয় ষড়যন্ত্রকারীদের সঙ্গে ১৫ আগস্টের (১৯৭৫) চার-পাঁচ মাস আগে থেকেই ঢাকার মার্কিন দূতাবাসের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে।…ঢাকার মার্কিন দূতাবাস তিন দিন আগেই ১৫ আগস্ট (১৯৭৫) ছুটির দিন বলে ঘোষণা করেছিল। এই ছুটি ছিল তালিকা-বহির্ভূত ছুটি। আর এই দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়। ঢাকার মার্কিন দূতাবাস…জানত ঐদিন তাদের আজ্ঞাবহ সেনাবাহিনীর একদল চক্রান্তকারী অফিসার শেখ মুজিবকে হত্যা করবে”।
”বঙ্গবন্ধু-হত্যায় প্রত্যক্ষভাবে নেতৃত্বদানকারী মেজর ফারুক-রশিদরা যতই দাবি করুক – মুজিব হত্যার পরিকল্পনা ও সিদ্ধান্ত তাদের নিজেদের, এটা সম্পূর্ণ মিথ্যে।…ফারুক-রশিদরা মূল চক্রান্তকারীদের হাতের হাতিয়ার ছিল। এর বেশি কিছু নয়।…এই হত্যাকান্ডের কন্ট্রোল রুম ছিল ঢাকার মার্কিন দূতাবাস, তার প্রমাণ হল – মুজিব হত্যার প্রথম ঘোষণা আসে ওয়াশিংটনের ’ভয়েস অব আমেরিকা’ থেকে। অভ্যুত্থানের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই দুনিয়াময় ’ভয়েস অব আমেরিকা’ অভ্যুত্থানের খবর ছড়াতে থাকে।…ফিলিপ চেরি নিজেই স্বীকার করেছেন,…শেখ মুজিব হত্যার খবর তিনিই ওয়াশিংটনে পাঠিয়েছিলেন।…১৪-১৫ আগস্টের কালরাতে…দূতাবাসের সিনিয়র অফিসাররা…অফিসে রাত কাটিয়েছেন।…এই ঘটনাই (সব মিলিয়ে) প্রমাণ করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কলঙ্কময়ী রাতে…ভোর পর্যন্ত না ঘুমিয়ে ঢাকা মার্কিন দূতাবাস কর্মকর্তারা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকান্ড পরিচালনা করেছিলেন। এই হত্যা ষড়যন্ত্রে মার্কিনিদের সাথে পাকিস্থান ও পশ্চিম এশিয়ার দু’একটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশে তাদের ক্রীতদাসদের দিয়ে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক…ঘটনাটি ঘটিয়েছে। নিহত হয়েছেন খেটে-খাওয়া দুঃখী মানুষের নেতা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”।
অতঃপর দু’টি উদ্ধৃতি রবিউল আওয়ালের ’বঙ্গবন্ধু শেখ মুজিবঃ ষড়যন্ত্রের শিকার’ শীর্ষক নিবন্ধ থেকে। ”স্বাধীন বাংলাদেশে বিচিত্র খলনায়ক এই মোশতাক চরিত্র। মাথায় টুপি, মুখে মধু, মনভরা ছলনা।…মোশতাকের চরিত্রে স্থিরতা বলে কিছু ছিল না। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নমিনেশন না পেয়ে সে…আওয়ামী লীগ পারলামেন্টারি পার্টির সাথে বিশ্বাসঘাতকতা করে ও কৃষক শ্রমিক পার্টির সরকারে গিয়ে ঢোকে। তার রাজনৈতিক জীবন ছিল পরস্পর-বিরোধিতা, আত্মপ্রতারণা ও ভন্ডামিতে ভরা। সারাজীবন সে ডানপন্থী প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িকতাবাদীদের সমর্থন যুগিয়েছে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য আওয়ামী লীগের প্রগতিশীল অংশটির সাথে থেকেছে। কারো কারো মতে- তাকে (আ.লীগের প্রগতিশীল অংশে) রাখা হয়েছিল। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাকে ট্রয়ের ঘোড়ার মত…ব্যবহার করেছে। তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়। সে…মাহবুব আলম চাষী, তাহেরউদ্দিন ঠাকুর প্রমুখকে সাথে নিয়ে…ওয়াশিংটনের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে। মুক্তিযুদ্ধ বানচাল করে- পাকিস্থানের সাথে ’কনফেডারেশন’ গঠন করাই ছিল এই চক্রের লক্ষ্য। কোলকাতার সার্কাস অ্যাভিনিউ আর থিয়েটার রোড…আমেরিকানদের সাথেই মোশতাক, হোসেন আলী, চাষী, ঠাকুরদের ঘন ঘন ওঠা বসা। এই দলের সাথে যুক্ত হয়েছেন কর্ণেল ওসমানী।…একটা ক্ষেত্রে…মোশতাকের সঙ্গে কর্ণেল ওসমানীর মিল। দু’জনেই ভারতের প্রতি বীতশ্রদ্ধ।…দু’জনেরই…মাখামাখি ব্রিটিশ ও আমেরিকান সাহায্য সংস্থার লোক, কূটনৈতিক ও সাংবাদিকদের সঙ্গে”।
১০ জানুয়ারী ১৯৭২, মার্কিন প্রেসিডেন্ট নিক্সন বলেছিলেন, ”আমরা একটি নতুন পদ্ধতির উন্নয়ন করতে যাচ্ছি, যা হবে বাংলাদেশপন্থী, ভারতপন্থী, পাকিস্থানপন্থী এবং সর্বোপরি শান্তিপন্থী”। নিক্সনের এ কথাটিকে ’সোনার পাথরবাটি’ বানানোর খায়েশ ছাড়া আর কিছু বলা যায় কি? প্রকৃতপক্ষে নিক্সন সরকার তখন এসব কোনো দেশের প্রতিই সহানুভূতিশীল বা আন্তরিকভাবে দায়িত্বশীল ছিল না। পাকিস্থানি সেনা-কারাগারে বঙ্গবন্ধুর বেঁচে থাকার বিষয়টিতে ”মার্কিনিরা কৃতিত্ব দাবি করে। কিন্তু ঢাকায় তাঁর বিজয়ীর বেশে প্রত্যাবর্তন তাদের গর্বে (এবং অবশ্যই আত্মবিশ্বাসে) আঘাত হানে।…কিসিঞ্জারের সাবেক সহকারী রজার মরিস মনে করেন- ঢাকায় প্রত্যাবর্তনের সময় বঙ্গবন্ধু যে বীরের সম্বর্ধনা পান, তা ছিল সম্ভবত (কিউবার ফিদেল) ক্যাস্ট্রোর ট্যাংকে চড়ে হাভানায় প্রবেশের পর মার্কিন বৈদেশিক নীতির হতবুদ্ধিতার একমাত্র পর্ব”।
এ আলোচনায় প্রাসঙ্গিকতার কারনেই বিএনপি’র প্রতিষ্ঠাতা, ’স্বাধীনতার ঘোষক জিয়া’র কথা কিছু উল্লেখ করতেই হয়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় জিয়া ”একজন সাধারণ মেজর হলেও দেশ স্বাধীন হবার পরই তার উন্নতির সদর দরজাটি খুলে যায়। কর্ণেল-ব্রিগেডিয়ার-মেজর জেনারেল হলেন। ১৯৭২ সালেই…বাংলাদেশ সেনাবাহিনীর উপাধ্যক্ষ। আর বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে খুনিরা ১৯৭৫ সালের ২০ আগস্ট তাঁকে একেবারে সেনাবাহিনীর শীর্ষ পদে বসিয়ে দিল। মাত্র চার বছরের ব্যবধানে…বাংলাদেশের রাজদন্ডটি কার্যত তার হাতে এসে গেল। জেনারেল জিয়া অত্যন্ত কৌশলী ও সুচতুর ব্যক্তি ছিলেন। তার পথের কাঁটা একে একে সরাতে লাগলেন। সরকারি দলিলপত্রে প্রকাশ, ১৯৭৭ সালের ৯ অক্টোবর থেকে দু’মাস কালের মধ্যে মোট ১,১৪৩ জনকে ফাঁসি দেওয়া হয়।…১৯৭৭ সালের মার্চ মাসে লন্ডন থেকে প্রকাশিত এক নিবন্ধে মার্ক টালি…বলেন, ব্রাদার অফিসারদের হত্যার নির্দেশ দেওয়ার আগে সে সারারাত জেগে কোরান তেলাওয়াত করে”।
”কর্ণেল (অব) তাহের ছিলো জিয়ার ঘনিষ্ট জনদের একজন।…জীবনদাতা বললেও অত্যুক্তি হবে না। স্বার্থের তাগিদে জে. জিয়া তাহেরকে ফাঁসিতে ঝুলাতে একটুও দ্বিধা করেনি”। …১৯৭৩ সালের গোড়ার দিকে টাঙ্গাইলে রাজনৈতিক নেতাকর্মীদের একটি গোপন সম্মেলন।…আলোচ্য বিষয় ছিল : বাংলাদেশের সে সময়কার রাজনৈতিক অবস্থা। বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর উপস্থিত নেতৃবৃন্দ একটি সিদ্ধান্তে আসেন।…এই প্রশাসনকে পাল্টাতে হবে। কি ভঅবে? জনৈক বীর গেরিলা যোদ্ধার জবাব : বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখে। জিয়ার এক্ষেত্রে উল্টো সুর। তিনি বললেন, না, তাহলে হবে না। মুজিবকে বাঁচিয়ে রাখলে সবকিছু পন্ড হয়ে যাবে।…এ প্রশ্নেই বৈঠক ভেঙ্গে যায়”। মুজিব-হত্যার পরে, ১৯৭৬ সালের ২ আগস্ট ব্রিটেনের আই-টিভি মুজিব-হত্যা সম্পর্কে মেজর ফারুক ও মেজর রশীদের একটি সাক্ষাৎকার প্রচার করেছিল। ম্যাসকারেনহাস গৃহীত ঐ সাক্ষাৎকারে ”ফারুক স্বীকার করে, ১৯৭৫ সালের ২০ মার্চ সন্ধ্যাবেলা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মেজর জেনারেল জিয়ার সঙ্গে সে সাক্ষাৎ করে। জিয়াকে সে বলে, ’আমরা জুনিয়র অফিসাররা (মুজিব হত্যার) সব ঠিক করে ফেলেছি। আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব চাই।…জিয়ার মন্তব্য ছিল : ’আমি একজন সিনিয়র অফিসার। এ ধরনের ব্যাপারে আমি জড়িত হতে পারি না। তোমরা জুনিয়র অফিসাররা যদি এটা করতে চাও, এগিয়ে যাও’। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর (সামরিক) ফরমান জারি করে বাংলাদেশের চার মূলনীতি…নাকচ করে সামরিকতন্ত্র প্রতিষ্ঠা করেন”। মুজিব-জীবনের অন্তিম ঘটনাবলী অনুধাবনের জন্য এ-সকল তথ্যের অপরিহার্যতা অনস্বীকার্য।
আবুদল গাফফার চৌধুরী জানিয়েছেন, ১৯৭৩ সালের শেষ দিকে তিনি প্রথম লক্ষ্য করেছিলেন, ”বঙ্গবন্ধু তাঁর অস্বাভাবিক মৃত্যুর কথা ভাবছেন এবং বলছেন। মৃত্যুতে তাঁর ভয় ছিল না। কিন্তু বাংলাদেশের জন্য যে কাজ তিনি করতে চান, আততায়ীর গুলি হয়তো শেষ পর্যন্ত তাঁকে তা করতে দেবে না, এমন একটা শঙ্কা তিনি পোষণ করতে শুরু করেছিলেন।…এই প্রথম তাঁর মুখে একটা চক্রান্তের ইঙ্গিত পেলাম। জিজ্ঞাসা করলাম : আপনি কি সত্যি সত্যি ভাবছেন, কেউ আপনাকে হত্যা করতে চায়? মুজিব বললেন, তুমি সাংবাদিক, তোমাকে এ কথা মুখ ফুটে বলতে হবে কেন? তুমি কি বুঝতে পার না, কারা আমাকে হত্যা করতে চায়? এবং কেন চোয়?…১৯৭৩ সালে মুজিব গেলেন আলজিয়ার্সে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে। সঙ্গে আমাকেও যেতে হল।…ক্যাস্ট্রোর (কিউবার প্রেসিডেন্ট) ব্যক্তিগত নিরাপত্তার কঠোর ব্যবস্থা দেখে মুজিব একদিন বিস্ময় প্রকাশ করেছিলেন। বলেছিলেন ক্যাস্ট্রো অত্যন্ত জনপ্রিয় নেতা। তাঁর কি এত কঠোর প্রহরা দরকার?…একজন ’এইড’…বললেন, ক্যাস্ট্রোকে খুন করার চক্রান্ত কয়েকবার হয়েছে। এই চক্রান্তের পেছনৈ সি.আই.এ’র হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রথমবার দেখলাম সি.আই.এ’র নামে মুজিব একটু ম্লান হয়ে গেলেন।…কিছুদিন পরেই চিলির প্রেসিডেন্ট আলেন্দে নিহত হলেন সামরিক অভ্যুত্থানে।…মুজিব বললেন : ’আলেন্দে নিহত হয়েছেন খবরটা শোনার পর থেকেই আমি খুব অস্বস্তি বোধ করছি’। শেখ মুজিবের যে নির্ভয়-চরিত্র ও প্রকৃতির সঙ্গে আমার পরিচয়, সেখানে বহুদূরের চিলির ঘটনায় তাঁকে শঙ্কাবোধ করতে দেখে বিস্ময় বোধ করেছি।
১৫ এপ্রিল ১৯৭৪, কোলকাতার প্রেসক্লাবে আবদুল গাফফার চৌধুরীর সাক্ষাৎ আলোচনা হয়েছিল চিলির নিহত (সিআইএ-পরিকল্পনায়) প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের পত্নী মিসেস আলেন্দের। আলেন্দে-মুজিব এবং বাংলাদেশ সম্পর্কিত আলোচনায় মিসেস আলেন্দে বলেছিলেন : ”এটা সি.আই.এ’র একটা সেট প্যাটার্ন। কোন পপুলার গভরমেন্টকে ওরা ধ্বংস করার জন্য প্রথমে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দেয়। নানা গোলমাল শুরু করে। শ্রমিক ধর্মঘট উস্কে দেয়। ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে। এইভাবে পপুলার নেতা বা গভরমেন্টের জনপ্রিয়তা নষ্ট করে দিয়ে তারপর খুনখারাপি শুরু করে।…তারপর ধীরে ধীরে মিলিটারির মধ্য থেকে ওদের বাছাই করা লোকটাকে ফ্যাসিস্ট ডিক্টেটরের আসনে বসিয়ে দেয়। এইভাবে কঙ্গোতে ওরা লুলুম্বাকে মেরে বসিয়েছে মবুতুকে। ইন্দোনেশিয়ায় সুকর্ণকে সরিয়ে বসিয়েছে সুহার্তোকে। চিলিতে আলেন্দেকে বসিয়েছে পিনোচেকে। জানি না তোমাদের মুজিবের ভাগ্যে কি আছে?”
সকলেই জানেন, বঙ্গবন্ধু কৈশোরকাল থেকেই কখনো পালানোর রাজনীতি করেননি। বিখ্যাত সাংবাদিক শফিকুর রহমান বর্ণনা করেছেন বঙ্গবন্ধুর জীবনের অন্তিম পর্বের কথা : ”১৯৭৫-এর ১৫ আগস্ট রাতেও ঘাতকরা পাকিদের মতই গুলি চালাতে চালাতে যখন বাসভবনে ঢূকেছিল তখনো তিনি পেছনের দরজা দিয়ে পালাবার চেষ্টা করেননি, বরং সামনের দরজা খুলে একইভাবে ‘What do you want’ বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিলেন। মুখোমুখি হবার সাথে সাথে নূর হুদার হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। জল্লাদ হাবিলদার মোসলেম অস্ত্র তুলে গুলি চালিয়েছিল। বঙ্গবন্ধুর বুক ঝাঁঝরা হয়ে গেল”। ঘাতকের বুলেট লেগেছিল বঙ্গবন্ধুর বুকে, ভীত কিংবা পলায়ণপর মানুষের মত পিঠের ওপর নয়। এভাবেই সমাপ্ত হলো একটি মহাজীবন- বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা-প্রচেষ্টার খবরটি বঙ্গবন্ধুর আদৌ অজানা ছিল না, অতি সম্প্রতি প্রকাশিত ’উইকিলিকস তথ্য’ থেকেও তা’ স্পষ্ট হয়েছে। ”বঙ্গবন্ধুকে আগেও হত্যার চেষ্টা হয়েছিল” শিরোনামের খবরটিতে (জনকন্ঠ, ১৪-০৩-২০১৩) বলা হয়েছে : ১৫ আগস্ট ১৯৭৫, ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার আগেও একবার তাঁকে হত্যার চেষ্টা হয়েছিল।…কিন্তু সে সময় সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোন রিপোর্ট প্রকাশ করা সম্ভব হয়নি। তখন ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক…তারবার্তার তথ্যানুযায়ী…২১ মে (১৯৭৫) সন্ধ্যায় প্রেসিডেন্ট মুজিবুর রহমান হত্যা চেষ্টার টার্গেট ছিলেন বলে দুটি রিপোর্ট আমাদের হাতে এসেছে।…এ তথ্যের মূল উৎস ছিল ঢাকার মার্কিন দূতাবাসের এক বাঙালি রাজনৈতিক সহযোগী।…আরেকজন হচ্ছেন সাংবাদিক, যিনি তথ্য অফিসার (মার্কিন দূতাবাস) এলপার্নকে এ খবর দিয়েছেন। দুটি বিবরণেই হামলায় গ্রেনেড ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।…হত্যা প্রচেষ্টায় মুজিব অক্ষত থাকলেও অজ্ঞাত দুই ব্যক্তি আহত হয়েছেন। নিক্সন প্রশাসনের সঙ্গে পাকিস্থানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ও মুজিবের সম্পর্কে টানাপোড়েন চলছিল।…মুক্তিযুদ্ধে যখন পাকিস্থান ভেঙ্গে বাংলাদেশের অভ্যুদয় ঘটে তখনও দ্বিপক্ষীয় সম্পর্কের এ টানাপোড়েন অব্যাহত ছিল”। সুতরাং এমন বিশ্বাসই যুক্তিসঙ্গত যে, মুজিব জানতেন তাঁর জীবনের ওপর আসন্ন হুমকির কথা, কিন্তু তিনি ভয়ে-ভীরুতায় নত না হয়ে ব্যক্তিগত সাহস আর আত্মবিশ্বাসের অবস্থান থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে চেয়েছিলেন। সব মিলিয়ে এমন ধারণাই সঠিক মনে হয় যে, সবকিছু জানার পরেও তাঁর জনগণের ওপর, মানুষের ওপর তিনি বিশ্বাস হারাননি।
[হক-ভাসানী-সোহরাওয়ার্দী-মুজিব : রামেন্দ্র চৌধুরী – শ্রাবণ প্রকাশনী]